Top
সর্বশেষ

সিরাজগঞ্জে একই পরিবারের নারীসহ ১০ আসামি গ্রেপ্তার

২৫ এপ্রিল, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে একই পরিবারের নারীসহ ১০ আসামি গ্রেপ্তার
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঘরগ্রামে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত একই পরিবারের নারীসহ ১০ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলো, ওই গ্রামের মৃত তয়জাল হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৬০), ছেলে দেলবার হোসেন (৪২), আব্দুল খালেক (৪৫), খাইরুল ইসলাম (৪৩), সাহাদৎ হোসেন (৩৭), রাশিদুল ইসলাম (৩৫), দেলবার হোসেনের ছেলে নাজমুল হক (২৩), খাইরুল ইসলামের স্ত্রী শাহানাজ খাতুন (৩৮), দেলবারের স্ত্রী নার্গিস খাতুন (৪৮) ও খালেদের স্ত্রী আজেদা খাতুন (৪০)।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট আদালতে দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ বিচারক। এ গ্রেফতারি পরোয়ানার পর থেকে তারা পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদেরকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার