Top

নড়াইলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৯৫ পরিবার পেলেন জমিসহ ঘর

২৬ এপ্রিল, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ
নড়াইলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৯৫ পরিবার পেলেন জমিসহ ঘর
নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইল ঈদের আগে জেলার ৯৫টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার জমিসহ নতুন ঘর পেলেন। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে এসব পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করেন।

এসময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ফকরুল হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাগেছে, আশ্রয়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নড়াইল জেলায় চার কোটি তিরানব্বই লাখ পাঁচ হাজার টাকা ব্যয়ে মোট ১শ’ ৯০টি ভূমিহীন পরিবারের জন্য জমিসহ ঘর নির্মান কাজ অব্যাহত রয়েছে। ৯৫টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে ইতিমধ্যে। প্রত্যেকটি ঘরের নির্মান ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ’ টাকা।

শেয়ার