Top
সর্বশেষ

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে খাদ্যে স্বয়ং সম্পূর্ন হয়, আর না থাকলে খাদ্যে সংকট হয়- মতিয়া চৌধুরী

২৬ এপ্রিল, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে খাদ্যে স্বয়ং সম্পূর্ন হয়, আর না থাকলে খাদ্যে সংকট হয়- মতিয়া চৌধুরী
শেরপুর প্রতিনিধি :

সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন “শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে থাকলে খাদ্যে স্বয়ং সম্পুর্ণ হয়, আর না থাকলে খাদ্যে সংকট হয়। তিনি আরো বলেন, আমাদের নেত্রী প্রায় সময়ই বলেন এক ইঞ্চি জমিও খালি থাকবে না আর দেশে কেনা ভূমিহীনও গৃহহীন থাকবে না। তাই আজ তৃতীয় পর্যায়ে দেওয়া হচ্ছে অসহায়দের জমিসহ ঘর।

২৬ এপ্রিল সোমবার সকালে শেরপুরের নকলায় উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর এবং ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ ঊপহার সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

এময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, নকলা থানা ভারপ্রাপ্ত কর্রকর্তা মো. মুশফিকুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার