Top

শ্রীপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর

২৬ এপ্রিল, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
শ্রীপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ে ৪০ টি ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী দেশব্যাপি এ কার্যক্রমের উদ্বোধনের পর শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের হাতে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নির্মিত এ ঘরের জমির দলিল ও ঘর হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।

শেয়ার