Top
সর্বশেষ

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নতুন ঘর পেল ২০৬ পরিবার

২৬ এপ্রিল, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নতুন ঘর পেল ২০৬ পরিবার
বাগেরহাট প্রতিনিধি :

মুজিববর্ষে ৩য় ধাপে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে ২০৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তাদের জমির মালিকানার দলিল ও ঘরের চাবি বুঝে পেয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের দলিল হস্তান্তর করেন। একই সময় প্রধানমন্ত্রীর পক্ষে মোরেলগঞ্জে ২০৬টি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে জমি ও ঘরের দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, সহকারি কমিশনার(ভূমি) মো. আলী হাসান, থানার ওসি মো. সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার ও রিপন হোসেন তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার