Top
সর্বশেষ

হাজীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৩৪ পরিবার

২৬ এপ্রিল, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
হাজীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৩৪ পরিবার
হাজীগঞ্জ (চাঁদপুর)  প্রতিনিধি  :
হাজীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ভূমিহীন ও গৃহহীন ৩৪পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল)  সকালে গণভবন থেকে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন ৩২হাজার ৯০৪ পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেন।
তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঘর পেয়েছেন চাঁদপুর জেলা ১২৩টি ঘর ভূমিহীন পরিবার। এর মধ্যে চাঁদপুর সদরে ২২টি, কচুয়া উপজেলায় ২০টি, ফরিদগঞ্জে ৫টি, মতলব দক্ষিণে ১৯টি, হাজীগঞ্জে ৩৪টি, শাহরাস্তিতে ২৩টি। এছাড়া হাইমচর উপজেলায় ৬২৯টি পরিবারকে ভূমিসহ ঘর প্রদাান করা হয়েছে।
মঙ্গলবার সকালে সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠান হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশ নেয়।
ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির,সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী, অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মুন্সি মোহাম্মদ মনির, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, আওয়ামী নেতা হাবীবুর রহমান লিটন প্রমুখ।
শেয়ার