Top
সর্বশেষ

কেশবপুরে ঘর পেলেন ৬১ ভূমিহীন পরিবার

২৬ এপ্রিল, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
কেশবপুরে ঘর পেলেন ৬১ ভূমিহীন পরিবার
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর ভূমি ও গৃহহীন ৬১টি পরিবার পেলেন। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করেন।

উপজেলা পরিষদের হলরুমে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন প্রমুখ।

শেয়ার