Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ২ প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

২৬ এপ্রিল, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ২ প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পৃথক অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ জরিমানা করেন। মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহরের বাহিরগোলায় আশা ফ্রুটস এন্ড কোল্ড স্টোরেজের মালিককে পঁচা, গলিত খেজুর বিক্রির দায়ে ১৫ হাজার টাকা এবং এসএস রোডে নাহিন সুষ্টোরে পণ্য মূল্যট্যাগ না দেয়ায় এবং প্রতিশ্রুতি পণ্য যথাযথ বিক্রয় না করায় ওই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার