Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার

২৬ এপ্রিল, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ-বেলকুচি সড়কের বেলকুচি উপজেলার আমবাড়িয়া নামকস্থানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলো- সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার শরিফুল ইসলাম ভুলেন (৩৬), শহিদুল ইসলাম (৪৮), হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার বেলাল হোসেন (২৫) ও বেলকুচি উপজেলার তামাই কুঠিপাড়া গ্রামের মিনহাজ ওরফে হৃদয় (২০)।

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা এ এ তথ্য নিশ্চিত নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার গভীর রাতে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের উল্লেখিত স্থানে ডাকাতের প্রস্তুতি নিচ্ছে সংঘবদ্ধ ডাকাতেরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং অজ্ঞাত ৪/৫ ডাকাত সদস্য পালিয়ে যায়। সম্ভ্যবত তারা ওই সড়কের চলাচলকারী যানবাহনে বড় ধরণের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি লোহার পাইপ, ১টি চাকু, ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তসহ পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার