Top
সর্বশেষ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল

২৬ এপ্রিল, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গোবরাতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ন সম্পাদক মো. নজরুল ইসলাম।

গোবরাতলা ইউনিয়ন শাখা বিএনপির সহ-সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তাসেম আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহ্বায়ক আকম সায়েদুল আলম বিশ্বাস পলাশ, জেলা তাঁতীদলের আহ্বায়ক আতাউর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, ছাত্রনেতা আব্দুল আওয়াল আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। তারা বলেন, বর্তমান সরকারের অবৈধভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে জেলে খালেদা জিয়াকে আটকে রেখেছেন। তাকে নিঃশর্ত মুক্তি করতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে ও গনতন্ত্র ফিরিয়ে আনা হবে। এই আন্দোলনে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা। শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

শেয়ার