Top
সর্বশেষ

হাজীগঞ্জে পানিতে ডুবে ছয় দিনে তিন শিশুর মৃত্যু

২৭ এপ্রিল, ২০২২ ১২:৪২ অপরাহ্ণ
হাজীগঞ্জে পানিতে ডুবে ছয় দিনে তিন শিশুর মৃত্যু
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি  :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ছয় দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লে সূত্র জানায়, বাকিলার রাধাসার গ্রামের মাসুদের মেয়ে মাইশা। ৮নং হাটিলা ইউনিয়নের বেলঘর নানার বাড়িতে বেড়াতে গিয়ে সবার অগোচরে পানিতে ডুবে মারা যায় মাইশা। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে।
এদিকে রোববার হাজীগঞ্জ উপজেলার কাঁলচো গ্রামের ভাজনাখাল গ্রামের মহিন উদ্দিনের মেয়ে খাদিজা পানিতে ডুবে মারা যায়। পাশের পুকুরে ডুবে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎক তাকে মৃত ঘোষনা করে।
এছাড়াও বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজারগাঁও গ্রামের শাহ পরানের প্রতিবন্ধী শিশু সোহাগ (৫) পানিতে ডুবে মারা গেছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: গোলাম মাওলা নাঈম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু বেদনাদায়ক। কোন অপমৃত্যুই কাম্য নয়। তবে এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে। নাহয় এ ধরনের মৃত্যু বেড়ে যাবে।
শেয়ার