Top

ময়মনসিংহে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ দু’জনের মৃত্যু

২৭ এপ্রিল, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ
ময়মনসিংহে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ দু’জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
ঘটনাটি ঘটে বুধবার (২৬ এপ্রিল) সকাল  ৯ টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড় নামকস্থানে।
নিহতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংসা গ্রামের নুর ইসলামের ছেল মাহমুদুল (৩০) ও একই এলাকার তানিবর গ্রামের শরাফত আলীর স্ত্রী অনুফা খাতুন (৫০)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকালে ময়মনসিংহগামী একটি সংবাদপত্রবাহী মাইক্রোবাস ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড় নামকস্থানে আসতেই বিপরিত দিক আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মাইক্রোবাসের দুই যাত্রী । এই ঘটনায় আহত হয় আরও ৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

শেয়ার