Top
সর্বশেষ

সিলেটজুড়ে কালবৈশাখীর তান্ডব : ৩ জনের প্রাণহানি

২৭ এপ্রিল, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
সিলেটজুড়ে কালবৈশাখীর তান্ডব : ৩ জনের প্রাণহানি
সিলেট প্রতিনিধি :

গত কয়েকদিন ধরে প্রায় প্রতি রাতে সিলেট অঞ্চলে আঘাত হানে ভয়ঙ্কর কালবৈশাখী। এতে লন্ডভন্ড হয় মানুষের ঘর-বাড়ি, ভেঙে পড়ে গাছ-পালা। এছাড়ও বিধ্বস্থ হয় বিদ্যুৎ ব্যবস্থা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এভাবেই প্রচন্ড বেগে সিলেট অঞ্চলে আঘত হানে কালবৈশাখী। এতে মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ার পাশাপাশি প্রাণহানি ঘটেছে তিনজনের। এর মধ্যে একজন মারা গেছেন সিলেটে এবং অপর দুইজন সুনামগঞ্জের দিরাই ও
জামালগঞ্জ উপজেলায়।

জানা গেছে, সিলেটে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি টিম গাছ মসরিয়ে লাশ উদ্ধার করে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সিলেট- সুনামগঞ্জ বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি বুধবার (২৭ এপ্রিল) জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ওই পথচারীর উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি বলেন, রাতে সিলেটের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। সিলেট-সুনামগঞ্জ সড়কে সিলেট সদর উপজেলার তেমুখী বাইপাস এলাকায় গাছ ভেঙে পড়ে। এতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে গাছ সরাতে গিয়ে চাপা পড়া অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

এদিকে, মঙ্গলবার রাতের কালবৈশাখীতে সুনামগঞ্জের দিরাই ও জামালগঞ্জে কালবৈশাখী ঝড়ে দু’জন মৃত্যু ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- দিরাই উপজেলার ভাটিপাড়া ইউপির উর্ধ্বনপুর গ্রামের আব্দুল ওয়াহাব। অপরজন জামালগঞ্জ উপজেলার সন্তুষপুর গ্রামের এক বৃদ্ধা। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ে বৃদ্ধ ওয়াহাব মিয়ার ঘরের ছাউনি উড়ে গিয়ে তার উপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে, মধ্যরাতের এ ঘূর্ণিঝড়ে সিলেটের অনেক জায়গায় বিপর্যস্থ হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। কোথাও খুঁটি পড়েছে, কোথাও লাইন ছিড়েছে, আবার কোথাও লাইনের উপর পড়েছে গাছ। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে রাত থেকেই সংশ্লিষ্টরা কাজ শুরু করে দিয়েছেন বলে জানা গেছে।

শেয়ার