Top
সর্বশেষ

আট মাস পর আরও এক ডাকাত গ্রেপ্তার

২৮ এপ্রিল, ২০২২ ১২:৩০ অপরাহ্ণ
আট মাস পর আরও এক ডাকাত গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাতের অন্ধকারে গণপরিবহনে ডাকাতির ঘটনার আট মাস পর আরও এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকা থেকে পলাতক ওই ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য শিবগঞ্জের ধোবড়া গ্রামের রমজান আলীর ছেলে আজিজুল হক ওরফে পালু (৬০)।

র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। র‍্যাব জানায়, ডাকাত দলের সদস্য আজিজুল হক পালু ডাকাতির মামলায় পলাতক আসামী। ডাকাতির ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। তবে তাকে গত কয়েকদিন ধরে র‍্যাবের একটি দল গোয়েন্দা নজরদারিতে রেখেছিল। বুধবার রাতে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব উল্লেখ করে, গত বছরের ২৩ আগষ্ট রাত ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-শিবগঞ্জ সড়কের সোনাজল নামক জায়গায় গণপরিবহন ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতেরা লাঠি দিয়ে ঢাকা কোচের সামনের অংশ ভাঙচুর করে ভিতরে ঢুকে যাত্রীদের পিটিয়ে নগদ অর্থ ও সোনার গয়না ছিনতাই করে। এছাড়া একাধিক ট্রাক, মোটরসাইকেল ও পিকআপে ছিনতাই করে ডাকাতরা ।

জানা যায়, ঢাকা কোচের বাসগুলো ভোলাহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ভোলাহাট-শিবগঞ্জ সড়কে দিয়ে যাওয়ার পথে ১৫-১৬ জন মুখোশ পরা ডাকাত হাতে হাসুয়া ও লাঠি হাতে হামলা চালায়। গণপরিবহন ছাড়াও ঢাকাগামী আমভর্তি ট্রাকের হেলপার-ড্রাইভারকে মারধর ও ছিনতাই করে ডাকাতরা।

উল্লেখ্য, ডাকাতির ঘটনার কয়েকদিনের মধ্যেই র‍্যাব এবং পুলিশ ও ডিবি পৃথক অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্যদেরকে গ্রেফতার করে। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আজিজুল হক পালু। গ্রেফতারকৃত ডাকাত সদস্য আজিজুল হক পালুকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে জানায় র‍্যাব।

শেয়ার