Top

রাঙামাটিতে ব্রিজের ঢালাই ধসে শ্রমিক নিহত

২৮ এপ্রিল, ২০২২ ৩:০২ অপরাহ্ণ
রাঙামাটিতে ব্রিজের ঢালাই ধসে শ্রমিক নিহত
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি সদরে ব্রিজের ঢালাই ধসে মো. রফিক (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৭শ্রমিক। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে জেলা সদরের মগবান ইউনিয়নের বড়াদম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার সকালে মগবান ইউনিয়নের বড়াদম এলাকায় মিসার্স জসিম এন্টারপ্রাইজের ব্রিজের কাজ করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ করে ব্রিজের ঢালাই ধসে পড়লে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত এবং আরও ১৭জন শ্রমিক আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করান।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহত শ্রমিকের মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

শেয়ার