Top

ফরিদপুরে পুলিশি হয়রানীর শিকার দুই নারী

২৮ এপ্রিল, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
ফরিদপুরে পুলিশি হয়রানীর শিকার দুই নারী
ফরিদপুর প্রতিনিধি :

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে বিবাদমান জমিতে স্থাপনা নির্মানের সময় বাধা দেয় দুই নারী, এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ দিয়ে ওই দুই নারীকে হয়রানী করার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানান ভুক্তভুগী পরিবারটি। একই সাথে ভুক্তভুগী পরিবারটি জানায়, প্রভাবশালী মহলটি আদালতের নির্দেশনা না মেনে জোর জবরদস্তি করে বিবাদমান জমিটি দখল করে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুলিশি হয়রানীর শিকার ওই দুই নারী হলেন সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চাঁদপুর গ্রামের সেকেন মোল্যার মেয়ে সাজেদা আক্তার মিনু (৪০) ও তার চাচী বৈশাখী বেগম (৩২)।

বৈশাখী বেগমের স্বামী ফজলু মোল্যা লিখিত বক্তব্যে জানান, চাঁদপুর মৌজার একখন্ড জমি নিয়ে তার সাথে বিরোধ রয়েছে একই গ্রামের সুনীল কুমার সাহা ও তার শরিকদের সাথে। ফরিদপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অবজারভেশন অনুযায়ী মুন্সেফ আদালতে একটি মামলা করেন। এরপর যাতে ওই জমিতে বিবাদীরা জোর করে দখলে নিতে না পারে সেজন্য কোর্টে আবেদন করেন। এরপর হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিলের প্রেক্ষিতে নালিশী জমিতে স্থিতাবস্থা রাখার আদেশ দেন উচ্চ আদালত।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ২৪ এপ্রিল প্রতিপক্ষ সুনীল কুমার সাহা আদালতের নির্দেশ অমান্য করে নালিশী জমিতে ইমারত নির্মানের চেষ্টা শুরু করে। এসময় বাড়িতে পুরুষদের অনুপস্থিতিতে মিনু বেগম ও বৈশাখী এসে প্রতিবাদ করলে কোতয়ালী থানার উপপরিদর্শক শংকর ও সাদা পোশাকের দুই পুলিশ এসে প্রথমে তাদের পাশের একটি গাছতলায় প্রথমে আধঘন্টা দাড় করিয়ে রাখে। এরপর ওসি সাহেব ডেকেছেন একথা জানিয়ে তাদের পুলিশের গাড়িতে উঠিয়ে গোয়ালচামটে পানি অবদা অফিসের সামনে এনে আধঘন্টা সেখানে অবস্থানের পর গাড়ি নিয়ে শহরের পূর্ব খাবাসপুর জোড়া ব্রিজের এক পাশে এসে আরো আধঘন্টা রেখে তারপর দুপুর আড়াইটার দিকে তাদের থানায় নিয়ে যায়। ‘আপনাদের সুন্দর আপ্যায়নের ব্যবস্থা আছে’ একথা বলে তাদের দুজনকে থানায় একটি কক্ষে নিয়ে যাওয়ার পর সেখানে আটকে রাখা হয়।

মিনু বেগম বলেন, তীব্র গরমে ওই ঘরে একটি ফ্যান বন্ধ ছিলো। আমরা এসআই শংকরকে বারবার বলেছি আমরা রোযা। আমাদের কেনো থানায় নিয়ে এসেছেন? ওসি
সাহেবের কাছে নিয়ে যান আমরা তার সাথে কথা বলবো। কিন্তু তিনি আমাদের কোন কথাতেই কর্ণপাত করেন নাই। আপনাদের সুন্দর ইফতারির ব্যবস্থা করবো বলে তারা আমাদের ভয় দেখাতে থাকে। এরপর আমরা বারবার কেন ধরে এনেছেন, কেন আটকে রাখছেন একথা বলতে থাকলে ইফতারির একটু আগে আমাদের থানা থেকে ছেড়ে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যে পুলিশের কাজ ছিল তারা সেটা না করে উল্টো আমাদেরই হয়রানী করলো। প্রতিপক্ষ এখনো সীমানা প্রাচীর নির্মানের কাজ করে যাচ্ছে, সে আদালতের নির্দেশ মানছে না।

এব্যপারে কোতয়ালী থানার এসআই শংকরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে আমরা সেখানে যাই। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে বিষয়টির উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাদের নির্দেশে ওই দুজনকে থানায় নিয়ে আসি। তাদের সাথে কোন খারাপ ব্যবহার করা হয়নি।

হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে এসআই শংকর বলেন, এটি আমার দেখার এখতিয়ার বিষয় নয়। ওই দুই নারী কেন বাধা দিয়েছিলেন সেটা কি জানতে চেয়েছেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে ওসি স্যার বিস্তারিত বলতে পারবে, আপনারা তার সাথে কথা বলেন, আমার ওই দিন ডিউটি ছিল, আমি ওনাদের থানায় রেখে আমার ডিউটিতে বের হয়ে যাই।

এব্যাপারে কোতয়ালী থানার ওসি এমএ জলিলের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ওইদিন দুপক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কথা ছিলো। এজন্য পুলিশ পাঠিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়।

এব্যাপারে অপর পক্ষের বক্তব্য জানতে তাপস কুমার সাহার মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভুক্তভোগিদেরই থানায় আটকে হয়রানীর ঘটনায় সংবাদ সম্মেলনে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন সংশ্লিষ্টরা। একই সাথে মামলা নিস্পত্বি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

 

শেয়ার