Top

রেজা শাহীন প্রথমবার মিউজিক ভিডিওতে

২৮ এপ্রিল, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
রেজা শাহীন প্রথমবার মিউজিক ভিডিওতে
বিনোদন ডেস্ক :

তরুণ মডেল ও অভিনেতা রেজা শাহীনকে এবার দেখা যাবে মিউজিক ভিডিওতে। এর আগে বেশ কিছু নাটকে অভিনয় করলেও মিউজিক ভিডিওতে এবারই প্রথম। গানের শিরোনাম  ‘অভিমানে মুখ ফিরালে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী ফিরোজ খান। সেই সাথে গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই। রেজা শাহীন ছাড়াও গানটির মডেল হয়েছেন নওয়াব জাদী ও রাফী হিমাদ্রি। 

এরই মধ্যে গানটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।  ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা হানজালা ফারহান। প্রথমবার মিউজিক ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে রেজা শাহীন বলেন, ‘ অনেকদিনের ইচ্ছে  ছিল মিউজিক ভিডিওতে কাজ করার। অবশেষে সে ইচ্ছেটা পূরণ হলো। আশা করছি মিউজিক ভিডিওটি দর্শকদের কাছে অনেক ভালো লাগবে।’

জানা গেছে, ঈদ উল ফিতরে একটি বেসরকারি ইউটিউব চ্যানলে গানটি রিলিজ হবে।

শেয়ার