পবিত্র ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের মহাসড়কে আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রনে প্রায় ৬’শ পুলিশ দায়িত্ব পালন করবে। সেইসাথে যানজট ও দূর্ঘটনা এড়াতে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এর যেকোন এলাকায় পুলিশের এ দায়িত্ব পালনে অবহেলা বরদাস্ত করা হবে না।
বৃহস্প্রতিবার বিকেলে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যেই মহাসড়কে যানজট এড়াতে নলকা দ্বিতীয় সেতু খুলে দেয়া হয়েছে। এ সেতু খুলে দেয়ার জন্য এরআগে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে বিশেষ আলোচনা করা হয়।
এ আলোচনার এক সিদ্ধান্তে ঈদযাত্রায় মহাসড়ক যানজট মুক্ত রাখতে প্রস্তুতি নেয়া হয়। বিশেষ করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও যানজট এড়াতে জেলার মহাসড়ককে ৪ সেক্টরে ভাগ করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে পাঁচলিয়া বাজার পর্যন্ত ১, পাঁচলিয়া বাজার থেকে চান্দাইকোনা পর্যন্ত ২, হাটিকুমরুল থেকে কাছিহাটা টোল প্লাজা পর্যন্ত ৩ ও হাটিকুমরুল থেকে বাঘাবাড়ি পর্যন্ত ৪ নং সেক্টর করা হয়েছে। এসব সেক্টরে ৫৭২ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে এবং জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশও দায়িত্ব পালন করবে। এছাড়া ৩টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।
এ টিমও মহাসড়কে যেকোন স্থানে দূর্ঘটনা কবলিত এলাকায় কাজ করবে এবং পুলিশের অপর এক বিশেষ টিম মটোর সাইকেলযোগে মহাসড়কে টহল দিবে। এসব দায়িত্ব পালনে অবহেলা বরদাস্ত করা হবে না। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এজন্য ইতিমধ্যেই মহাসড়কে দায়িত্ব পালনে পুলিশের ডিউটি সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।