Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে অসহায় সিরাজুল ইসলামকে অটোরিক্সা প্রদান

২৯ এপ্রিল, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে অসহায় সিরাজুল ইসলামকে অটোরিক্সা প্রদান
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ও আমরা ৯৩ স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় সিরাজুল ইসলামকে একটি অটোরিক্সা প্রদান করা হয়েছে।

২৯ এপ্রিল শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে তাকে অটোরিক্সাটি হস্তান্তর করা হয়।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ও এসএসসি-৯৩ স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের সহায়তায় হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদস্য ও আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল, সংগঠনের জেলা শাখার উপদেষ্টা মো. নবীরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. হারুনুর রশিদ, এসএসসি-৯৩ স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের পৃষ্টপোষক মো. ইয়াসিন আলী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার রাসেলসহ সংগঠনের সদস্যগণ।

এ সময় দৃষ্টি প্রতিবন্ধী সিরাজুল ইসলামের আর্থিক স্বাবলম্বিতায় একটি অটোরিক্সা তুলে দেন অতিথিরা।

 

শেয়ার