Top
সর্বশেষ

চিলমারীতে জমে উঠেছে ঈদ বাজার

২৯ এপ্রিল, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
চিলমারীতে জমে উঠেছে ঈদ বাজার
চিলমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে শেষ মুহুতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। চিলমারী উপজেলার থানাহাট বাজার সহ৬ টি ইউনিয়নের হাটবাজার গুলোতে ক্রেতা বিক্রেতারা কেনাকাটায় ব্যাস্ত সময় পার করছেন।

কোভিড-১৯ এর কারণে গত দুই বছর পর এবার ঈদের কেনাকাটায় প্রাণ ফিরে পেয়েছে। তবে কাপড়ের দাম বেশি হওয়ায় ক্রেতাদেরকে হিমসিম খেতে হচ্ছে। ক্রেতাদের আগমনে মুখর মার্কেটগুলো।প্রতিদিন সকাল৮ টা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বিপণিবিতানে চলছে কেনাকাটা। দিন রাত যখনই সুযোগ হচ্ছে তখনই ঈদের কেনাকাটায় বেরিয়ে পড়ছেন নারী পুরুষেরা। তবে তুলনামূলক নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে সন্ধ্যা হলেই ভিড় বাড়ছে বেশি। এবার রমজানের শুরু থেকেই জমে না উঠলেও গত ছয় দিন থেকে কেনাকাটা শুরু হয়েছে।তবে ক্রেতাদের অভিযোগ এবারে কাপড়ের দাম বেশি।

বাজারের শপিংমলগুলোতে দেখা গেছে নতুন পোশাক কিনতে আসা মানুষের উপচে পড়া ভীড়।তাদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা বেশি। বেশি বিক্রি হচ্ছে শিশুদের শার্ট, প্যান্ট, গেঞ্জি নারীদের শাড়ী, থ্রি-পিচ, লেহেঙ্গা, স্কার্ট, পুরুষদের প্যান্ট, শার্ট, লুঙ্গি,পাঞ্জাবি, পাজামাসহ বাহারি ডিজাইনের পোশাক। এই ঈদে দোকানিরা ইন্ডিয়ান জর্জেট,পুষ্পা, শারারা,লংস্কার্ট, পাখি-লেহেঙ্গা,কটি ইত্যাদি ডিজাইনের পোশাক বিক্রয় করছেন।এসব পোশাক সর্বনিম্ন ৪০০ টাকা থেকে শুরু করে প্রায় পনেরো হাজার পর্যন্ত দরে বিক্রয় হচ্ছে।
ব্যাবসায়ীরা বলছেন, করোনার কারণে গত দুই বছরের ক্ষতি পুষিয়ে নিতেই এবার বড় বিনিয়োগ করেছেন তারা।তবে ক্রেতারা বলছেন, করোনার কারণে গত বছর কেনাকাটা করতে না পারলেও এবার সুযোগ পেয়ে কেনাকাটা করছেন। দাম বেড়ে যাওয়ায় অনেকেই চাহিদা অনুযায়ী কেনাকাটা করতে পারছেন না।

রমনা মডেল ইউনিয়নের আমিনুল ইসলাম ক্রেতা বলেন, আমাদের চাহিদামত সব ধরনের পোশাক আছে।কিন্তু দাম বেশি মনে হচ্ছে।দুই মেয়েকে তাদের নতুন জামাকাপড় কিনলাম।যদি কাপড়ের দাম কম হতো তাহলে মানুষ স্বত্বি পেতো।

থানাহাট ইউনিয়নে থানাপাড়া এলাকা এলাকার মোছাঃ রিতা আক্তার বলেন, ছোট বোনকে নিয়ে মার্কেটে এসেছি। । বোন সহ পরিবারের সবারই পোশাক কিনলাম। এবারে পোশাকের দাম বেশি।
জিসান ফ্যাশন কর্ণার মালিক মোঃজায়েদ ইসলাম (নয়ন) জানান,আমার পাজাবিও ছোট বাচ্চাদের পোশাক রয়েছে। তবে আশা করছি আজ কালকের মধ্যে বিত্রি বেশি হবে।

শুধু পোশাকই নয়, নতুন জুতা, গহনা, প্রসাধনসামগ্রীও বেচাকেনা হচ্ছে প্রচুর পরিমাণে। বেচাকেনায়ও দম ফেলার সময় নেই বিক্রেতাদের।ঈদুল ফিতরকে কেন্দ্র করে বেড়েছে কসমেটিকসের চাহিদা। মেয়েদের প্রসাধনী সামগ্রী বিক্রয় হচ্ছে বেশ। অঙ্গনা স্টোরের ব্যাবসায়ী বাদল জানান,মেয়েদের সৌন্দর্য চর্চার জিনিসপত্র গুলো বিক্রি বেশ ভালোই হচ্ছে।

ঈদুল ফিতরের প্রধান আকর্ষণ সেমাই চিনি।বিভিন্ন আইটেমের সেমাইয়ের স্টল দিয়েছেন বিক্রেতারা। ইতোমধ্যে শুরু হয়েছে বেচাকেনা।মুদির দোকানগুলোতে ভীড় লেগেই থাকছে।বিভিন্ন রকমের মশলা, লবণ, সয়াবিন তেল প্রভৃতি কিনছেন ক্রেতারা।

টেইলার্স পাড়ায় চলছে দিনভর ব্যস্ততা। ঈদের আগেই পোশাক তৈরি করে দিতে হবে কাস্টমারদের। তাই তাদের যেন বিশ্রামের সুযোগই নেই।মিতু টেইলার্স, ফেসন টেইলার্স ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এমন চিত্র শুধু উপজেলা শহরই নয়, গ্রামাঞ্চলের টেইলার্সগুলোতেও চলছে এমন ব্যস্ততা।

মিতু টেইলার্সের ফাইদুল ইসলাম জানান,দিনরাত কাজ করছি, অবসর নাই।পাঞ্জাবি, পাজামা, শার্ট, প্যান্ট, মেয়েদের বিভিন্ন ডিজাইনের জামা পাজামা তৈরি করছি।

শেয়ার