Top
সর্বশেষ

ঈদের নামাজ পড়তে গিয়ে কেশবপুরে মসজিদের ভেতরে মুসল্লির মৃত্যু

০৩ মে, ২০২২ ৯:৩১ অপরাহ্ণ
ঈদের নামাজ পড়তে গিয়ে কেশবপুরে মসজিদের ভেতরে মুসল্লির মৃত্যু
কেশবপুর ( যশোর) প্রতিনিধিঃ :
 যশোরের কেশবপুরে ঈদুল ফিতরের নামাজ পড়তে গিয়ে আনার আলী সরদার (৭৫) নামের এক মুসল্লির মসজিদের ভেতর মৃত্যু হয়েছে।  
মঙ্গলবার (০৩ মে) সকালে উপজেলার মঙ্গলকোট  ইউনিয়নের মাগুরখালী বাজার জামে মসজিদের ভেতর এ ঘটনা ঘটে।
মৃত্যু বরণ কারী আনার আলী সরদার একই এলাকার বড়েঙ্গা গ্রামের মৃত জয়নাল আলী সরদারের ছেলে।
রথখোলা ঈদগাহের কোষাধ্যক্ষ ও মাগুরখালী বাজার কমিটির সভাপতি এবং মসজিদের মুসল্লি  শিক্ষক মোস্তফা কামাল লিটন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রথখোলা ঈদগাহে নামাজের জামাত সকাল ৯টায় নির্ধারণ ছিলো।  বৃষ্টি শুরু হওয়ায় স্থান পরিবর্তন করে মাগুরখালী বাজার জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ  আদায়ের সিদ্ধান্ত হয়। উপস্থিত মুসল্লিদের সঙ্গে আনার আলী সরদারও মসজিদে আসেন। এর কিছু সময় পর তিনি  হঠাৎ অসুস্থ হয়ে  মসজিদের ভেতরেই মারা যান।
মৃত আনার আলী সরদারের ছেলে কাসেম ও হাসেম জানান, তাদের বাবা ঈদের নামাজ পড়তে গিয়ে মসজিদের ভেতর মারা গেছেন।
শেয়ার