ঈদের ছুটিতে বাড়িতে এসে টিকেট না পেয়ে বিপাকে পড়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাস-ট্রেনের টিকেটের জন্য ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে তাদেরকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। তাদেও অভিযোগ কালোবাজারিদের হাতে টিকেট চলে যাওয়ায় দামও আকাশ ছোয়া।
বিশেষ করে গার্মেন্টস শ্রমিকের টিকেট না পেয়ে বিপাকে পরেছে। প্রতিটি টিকেটের দাম পাওয়া হচ্ছে ১২ থেকে ১৫শত টাকা করে। দুপুরে নগরীর মডার্ন মোড়ে গিয়ে দেখা গেয়ে ঢাকা যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছেন রংপুর সদর উপজেলার মমিনপুর এলাকার গার্মেন্টস শ্রমিক রানা হোসেন। তিনি যাবেন সাভারের আশুলিয়ায়। তার কাছে টিকেটের দাম চাওয়া হচ্ছে ১২০০ টাকা। কিন্তু তার কাছে এত টাকা না থাকায় বাড়ি ফিওে যাচ্ছেন। তিনি জানান, ঈদের আগে ২ জন ৮০০ দিয়ে রংপুরে এসেছি। এখন একজভোড়া চাওয়া হচ্ছে ১২০০ চায়। টাকা জোগার করে যেতে হবে তা না হলে চাকুরি থাকবে না বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা যাওয়ার জন্য সকাল থেকে রংপুর রেল স্টেশনসহ বিভিন্ন বাস স্টোপে শত শত মানুষের ভিড় দেখা গেছে। বাস কাউন্টারের ম্যানেজারেরা জানান, যাত্রীদের চাপ বেশি থাকায় টিকেটের সংকট দেখা দিয়েছে। আগামী ১০ তারিখ পর্যন্ত টিকেটের কিছুটা সংকট আছে। এর পর আর থাকবে না বলে জানান তারা। বেশি দামে টিকেট বিক্রির কথা অস্বীকার করেন তারা।
হানিফ পরিবহনের সহকারী তোবারক আলী জানান, আমরা ১২০০ টাকায় ঢাকায় নিয়ে যাচ্চি। কম নাই। তাতেই তো সিট নাই। আমাদের গাড়ি তো নরমাল না।
নরমার গাড়ির নরমাল ভাড়া। আগে ৭শত টাকা নিতাম। এখন তো ঈদ। বুঝেন না। ভাড়া বেশি নিলেও প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি মডার্ন মোড় এলাকায়। ক্ষোভ প্রকাশ ঢাকাগামী যাত্রী প্রকৌশলী রুপম চৌধুরী জানান, যে যার মত ভাড়া চাচ্ছে। যেন দেখার কেউ নেই। সরকার কিছু করছে না। যদিও করে তা হলে বাস মালিকেরা ধর্মঘট ডেকে বসে। হয়তো এই ভয়ে কিছু করে না সরকার। ঢাকার ভাড়া ১২০০ টাকা হয় কী করে। এসব গাড়ি তো একটাও এসি না। নরমাল গাড়ির ভাড়া কী এথা বেশি।
এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, ‘ভাড়ার বিষয়টি জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার বিভিাগ দেখে। আমরা আইনশৃঙ্খলা দেখি। আমরা তৎপর আছি। যাত্রীদের নিরাপত্তা এবং যানজট নিরসনে আমরা কাজ করছি। জেলা প্রশাসনের কর্মকর্তারা ছুটিতে থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।