কুড়িগ্রামের উলিপুরে আশ্রয়ণ প্রকল্প-২-এর তৃতীয় পর্যায়ে ঘর বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঘরের আশ্বাস দিয়ে বিবিজন বেওয়া (৭৫) নামে এক অসহায় বৃদ্ধার বন্দোবস্ত নেওয়া জমিতে নিয়মবহির্ভূতভাবে প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে। এ কাজ করতে গিয়ে ভেঙে ফেলা হয়েছে ওই বৃদ্ধার শেষ আশ্রয় ঝুপড়ি ঘরটি। কিন্তু শেষ পর্যন্ত প্রকল্পের ঘর বরাদ্দ পাননি ওই বৃদ্ধা। ফলে বাস্তুহারা হয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছেন তিনি।
জানা গেছে, ১৯৯৪ সালে তৎকালীন কুড়িগ্রামের জেলা প্রশাসক কর্তৃক ২২ শতক জমি বন্দোবস্ত নিয়ে দুই মেয়েকে নিয়ে বসবাস করছিলেন বিবিজান। কিন্তু সম্প্রতি তার ঘর ভেঙে ওই জমিতে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। বন্দোবস্ত বাতিল করার কোনও নোটিশ বিবিজানকে দেওয়া হয়নি। তার দাবি, ঘরটি তাকে দেওয়ার কথা বলে নির্মাণ করা হলেও, হস্তান্তর করা হয়েছে ইমান হোসেন নামে আরেক ভূমিহীনকে
কান্না জড়িত কন্ঠে বিবিজান নলেন, সরকার থাকি ঘর আইসপার নাগচে, তোমরা ঘর পাইবেন, এই জায়গাটা খালি করি দ্যাও তহশিলদার আর ইউএনও এই কথা কয়া মোর ঘর ভাঙি নিয়া মোর জায়গাত ঘর করি আর একজনক দিছে। মুই এলা থাকিম কোটেই?মোরটেই বন্দোবস্তের কাগজ আছে। ইউএনও আর তহশিলদারক বারে বারে কাগজ দেখপার চাইছং, কিন্তু ওমরা (তারা) কাগজ দেখে নাই। মোক ঘর করি দিবার চায়া এলা অন্য মাইনষক ঘর দিছে।
বিবিজানের মেয়ে ছালেহা কাগজ বের করে দেখান। সেসব কাগজে বিবিজানকে দেওয়া সরকারি জমি বন্দোবস্তের সত্যতা পাওয়া যায়। দলিল ও অন্যান্য কাগজে দেখা গেছে, ১৯৯৪ সালে কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হক বিবিজানের নামে ৯৯ বছর মেয়াদে ২২ শতক জমি বন্দোবস্ত দেন। সেই বন্দোবস্তের মেয়াদ শেষ হবে ৫.০১.২০৯৩ সালে।
ছালেহা বলেন, নতুন ঘরের আশায় মা আগের ঘরের টিন ব্যাচে ঘর বানা মিস্ত্রি আর লেবারক ভাত খাওয়াইছে। এলা শুনি মার নামে ঘর না দিয়া অন্য মানুষক দিছে। এগুলা সউগ ইউএনও আর তহশিলদারের কারসাজি। হামরা ইয়ার বিহিত চাই।
বিবিজানের প্রতিবেশীরা বলছেন, তার সঙ্গে অন্যায় করা হয়েছে। তার জায়গায় অন্য কাউকে ঘর দেওয়া অন্যায়। ওই ঘরে বিবিজান না থাকলে তিনি কোথায় যাবেন? প্রতিবেশী আছির উদ্দিন (৭০) ও আফজাল হোসেন (৬৫) জানান, তারা অনেক বছর থেকে জেনে আসছেন, বিবিজানের জায়গাটি সরকারি বন্দোবস্তকৃত। এটি বিবিজানের একমাত্র অবলম্বন। বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুই মেয়েকে নিয়ে বিবিজান ওই জায়গায় বসবাস করছেন। সেখানে সরকার তাকে (বিবিজানকে) ঘর করে দেওয়ার খবরে তারাও খুশি হয়েছিলেন। কিন্তু তারা হঠাৎ জানতে পারলেন, ওই ঘরটি অন্য এক ভূমিহীনকে দেওয়া হয়েছে। আমরা এলাকাবাসী এটা মানবার পারতেছি না। আমরা চাই ঘরটি বিবিজান পাউক। না হলে এই বয়সে বেচারি কোথায় যাইবে?
পান্ডুল ইউনিয়ন ভূমি সহকারী মন্টু কুমার বলেন, বিবিজন ও তাঁর মেয়ে মালেকার কাগজপত্র আমি জমা দিয়েছি। এখন কাগজপত্র যাচাই-বাছাই ইউএনও স্যার করবেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার বলেন, আমরা কাগজপত্র দেখেছি। ওই জমি কখনো বন্দোবস্ত দেওয়া হয়নি, পুরোটাই খাস। এখন ঘর না পাওয়ায় তাঁরা বলছে ওটা বন্দোবস্ত নেওয়া জমি।