২০১৭ সালের ২৫শে আগষ্ট, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাজনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছিল উখিয়া টেকনাফের মানবিক মানুষ ঘর, ভিটা, বাড়ি, পাহাড়, বনভুমি, চাল, ডাল, তরিতরকারি, পোশাক, আবাসস্থল, অর্থকড়িসহ সবকিছু দিয়ে সহযোগিতা করেছিল উখিয়া টেকনাফের মানবিক সাধারণ জনগণ। স্থানীয়দের দখলে থাকা হাজার হাজার একর জমি, হাজার হাজার একর বনভুমি, লক্ষ লক্ষ টন জ্বালানী, শত শত প্রাকৃতিক পেরেকখ্যাত পাহাড় ধ্বংস করে মানবতার পরাকাষ্টা দেখিয়ে রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করে ইতিহাসের পাতায় স্থান করে নেওয়া হোস্টরা যেন আজ নিজ বাসভুমে পরবাসী!
আইএনজিঈ/ এনজিও, মানবাধিকার সংস্থাসমূহ আজ শুধু এক তরফা কাজ করে যাচ্ছে রোহিঙ্গা সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণে! না হয় শত শত কোটি টাকা অনুদান সংগ্রহ করার পরেও রোহিঙ্গা ক্যাম্প থেকে বর্জ্য নিষ্কাশনের জন্য সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ও বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য বরাদ্দ রাখা হল না কেন? অথবা বর্জ্য ব্যবস্থাপনা করা হলোনা কেন? কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, রোহিঙ্গা আসার পঞ্চম বর্ষ অতিক্রান্ত হলেও কুতুপালংসহ অনেক ক্যাম্পে সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ও বর্জ্যনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শত শত একর ফসলি জমি নষ্ট হয়ে পড়েছে। একে তো রোহিঙ্গা আসাতে ফসলী জমিতে ঘর বড়ি, আবাস স্থল নির্মাণ করায় ফসলী জমির পরিমান হ্রাস পেয়েছে, অপরদিকে যে কতক জায়গা ফসল উৎপাদন করার জন্য উন্মুক্ত ছিল সেগুলোও সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ও বর্জ্যব্যবস্থাপনার অভাবে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটায় কৃষি প্রধান বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ খাদ্যশস্য উৎপাদন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে তা বলার অপেক্ষা রাখে না। এভাবে চলতে থাকলে উখিয়া টেকনাফের অধিকাংশ জায়গা ফসল উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়ে অনুর্বর, অনাবাদি জমিতে পরিণত হবে- যা দেশের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে বৈ কি!
গত ৫ বছর যাবৎ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় রোহিঙ্গা কর্তৃক সৃষ্ট বন্যার ঘোলা পানির ন্যায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যগুলো বন্ধের কোনপ্রকার উদ্দ্যোগ গ্রহণ করা না হওয়ায়, আবাদি ও ফসলী জমির উপর মারাত্মক প্রভাব পড়ছে। এ ব্যাপারে স্থানীয়রা বিভিন্ন সরকারি দপ্তরে, বিভিন্ন বেসরকারি অফিসের দ্বারে অথবা সানাজিক যোগাযোগ মাধ্যমে সুরাহার আবেদন করেও কোপ্রকার প্রতিকার না পাওয়ায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। নিম্নের চিত্রে তার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্যনীয়। যেখানে দেখা যাচ্ছে স্থানীয়দের মাথার ঘাম পা’য়ে ফেলে চাষ করা পাকা ধান গুলো তলিয়ে গেছে রোহিঙ্গা ক্যাম্পের অপরিকল্পিত বর্জ্যে!!!
রোহিঙ্গা ক্যাম্পের পয়ঃনিষ্কাশন ও বর্জ্য নিষ্কাশনের ব্যাপারে উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সিআইসি মহোদয়, আইএনজিও/ এনজিও কর্তৃপক্ষের কাছে মানবিক দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুততম সময়ের মধ্যে উপরোক্ত বিষয়ের সুষ্ঠু তদন্তের মাধ্যমে পয়ঃনিষ্কাশন ও বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করে আবাদি জমি ও ফসলী জমির উপর মারাত্মক নেতিবাচক অবস্থা লাঘব করে স্থানীয়দেরকে ফসল আবাদের সুযোগ করে দেবার আহবান জানাচ্ছি।