Top
সর্বশেষ

কাজের সন্ধানে দক্ষিণাঞ্চলে ছুটছে নীলফামারীর শ্রমিকরা

০৭ মে, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
কাজের সন্ধানে দক্ষিণাঞ্চলে ছুটছে নীলফামারীর শ্রমিকরা
এম আবুল হোসেন শাহ্, নীলফমারী :

নীলফামারী নীলফামারী অঞ্চলে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কাজ না থাকায় কৃষি শ্রমিকরা কাজের সন্ধানে ছুটছে দক্ষিণাঞ্চলে।

নীলফামারী অঞ্চলে ইরি-বোরো ধান পাকতে প্রায় এক মাস বাকি। এ সময় শ্রমিকদের হাতে কোন কাজ নাই দাদন ব্যবসায়ীদের কাছে চড়া সুদের উপর টাকা নিয়ে যেতে হয় তাদের কাছে। অন্যদিকে বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের সাপ্তাহিক কিস্তি এবং পারিবারিক খরচ ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ সামলাইতে কৃষি শ্রমিকরা হিমশিম খাচ্ছেন। তাই তাদের চাহিদা মেটানোর জন্য কাজের সন্ধানে ছুটছেন দক্ষিণাঞ্চলে।

জানা গেছে, প্রতিবারের মত এবারও দক্ষিণাঞ্চলের বোরো চাষীদের আগাম ইরি বোরো ধান পাকা শুরু হয়েছে। কিন্তু শ্রমিকের সংকটের কারনে ধান কাটতে না পাড়ায় নীলফামারীর শ্রমিকদের দিকে তাকিয়ে থাকেন গৃহস্থরা। ঠিক একই সময় সৈয়দপুর রেল স্টেশন থেকে ছুটছে কৃষি শ্রমিকরা কাজের সন্ধানে। নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের কৃষি শ্রমিক আব্দুল ছামাদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, সংসারের খরচ, ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ সামলাইতে না পেরে অর্থ উপার্জনের জন্য ধান কাটতে যাচ্ছি দক্ষিণাঞ্চলে।

ঐদিকে প্রতিদিন কাজ করলে ৭শ থেকে ৮শ টাকা উপার্জন করা যায়। টুপামারি ইউনিয়নের কৃষি শ্রমিক ফজলু বাণিজ্য প্রতিদিনকে বলেন , হামরা গ্রামের ১৫ জনের একটা দল নিয়া ধান কাটিবার যাচ্ছি দক্ষিণাঞ্চলের জয়পুরহাটে। অন্যান্য শ্রমিকরা যাচ্ছেন তিলোকপুর, আদমদীঘী, আকেলপুরে। হামরা ঐসব এলাকায় প্রতিবারের ন্যায় এবারেও ধান কাটতে যাই।

কৃষি শ্রমিক জব্বারের সাথে কথা হইলে তিনি বাণিজ্য প্রতিদিনকে জানান, দাদন ব্যবসায়ীদের কাছে চড়া সূদে টাকা নিয়ে এক সপ্তাহের খরচ বাড়িতে দিয়ে কাজের সন্ধানে রওনা হইলাম। তিনি আরও জানান, কৃষাণ দিয়া যে টাকা আয় করব, সে টাকা দিয়ে পরিবারের খরচ ও দাদন ব্যবসায়ীর সুদের টাকা পরিশোদ করব।

সৈয়দপুর রেলস্টেশনে কথা হয় কৃষি শ্রমিক লুৎফরের সাথে, তিনি বলেন, ট্রেনের টিকিট কাটতে আইডি কার্ড লাগে মোর জানা নাই। আর মুই বাড়ি থেকে আইডি কার্ডও আনো নাই, ট্রেনের টিকিটও পাও নাই, এই দুঃখ নিয়া দলবলসহ বাড়ি ঘুরি যাইছি হামরা। আবেদুল নামে এক কৃষি শ্রমিক বাণিজ্য প্রতিদিনকে জানান, হামরা সাত জন ধান কাটিবার যাওয়ার জন্য সৈয়দপুর রেল স্টেশনে আচ্ছি। আইডি কার্ড না থাকায় হামরা টিকিট কাটির পাই নাই। এখন হামরা মটর- বাসত চড়িয়া ধান কাটিবার যাইছি দক্ষিণাঞ্চলে ।

 

শেয়ার