ঠাকুরগাঁওয়ের ফিলিং স্টেশনগুলিতে পেট্রোল ও অকটেনের তীব্র সঙ্কট চলছে। গত এক সপ্তাহ থেকে চলছে এই সঙ্কট। তবে ৩/৪ দিন থেকে এই সঙ্কট তীব্র আকার ধারণ করেছে।
ঠাকুরগাঁও জেলায় ৩৬টি ফিলিং স্টেশন রয়েছে বলে জানায় ঠাকুরগাঁও পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন। প্রতিদিন এই ফিলিং স্টেশন থেকে বাস, ট্রাক, ট্রাক্টর ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে পেট্রোল অকটেন ও ডিজেল সরবরাহ করা হয়। প্রতিদিন গড়ে ২২ থেকে ২৫ হাজার লিটার পেট্রোল, ১৫ থেকে ১৮ হাজার লিটার অকটেন ও ৫০ হাজার লিটারেরও বেশি ডিজেলের চাহিদা রয়েছে। কিন্তু বর্তমানে জেলার ফিলিং স্টেশনগুলিতে পেট্রোল ও অকটেন নেই। শহরের সুপ্রিয় ফিলিং স্টেশন, এনামুল ফিলিং স্টেশন, চৌধুরী এন্ড কোং ফিলিং স্টেশনে গিয়ে এই চিত্র দেখা যায়।
মেসার্স চৌধুরী এন্ড কোং ফিলিং স্টেশনের ম্যানেজার বেলাল হোসেন জানান, তাদের ফিলিং স্টেশনে মাসে ৫০ হাজার লিটার পেট্রোল ও ৪৫ হাজার লিটার ডিজেল বিক্রি হয়। কিন্তু তারা গত মাসে চাহিদা অনুযায়ী জ্বালানি পান নি। তারা পেয়েছেন ১৮ হাজার লিটার পেট্রোল ও ৩১ হাজার লিটার ডিজেল। গত ২৪ এপ্রিল সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ও ২৮ এপ্রিল সাড়ে ৪ হাজার লিটার অকটেন পেয়েছেন। তিন দিনেই পেট্রোল শেষ হয়ে গেছে। আর ঈদের পরদিন শেষ হয়েছে অকটেন।
রুপসী বাংলা ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, এই ফিলিং স্টেশনে প্রতিদিন ২ হাজার লিটার পেট্রোলের চাহিদা রয়েছে। কিন্তু এখন পেট্রোল বা অকটের কোনটিই নেই।
ঠাকুরগাঁও পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি এনামুল হক জানান, ডিপো থেকে অনিয়মিতভাবে পেট্রোল অকটেন সরবরাহ করা হচ্ছে। চাহিদার তুলনায় অর্ধেক জ্বালানিও পাওয়া যাচ্ছেনা। তাই জেলার ফিলিং স্টেশনগুলিতে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে।
জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।