Top
সর্বশেষ

সিলেটে চা বাগানগুলোতে শ্রমিকদের বেপরোয়া চাঁদাবাজি, পর্যটকরা লাঞ্ছিত

০৮ মে, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ
সিলেটে চা বাগানগুলোতে শ্রমিকদের বেপরোয়া চাঁদাবাজি, পর্যটকরা লাঞ্ছিত
সিলেট প্রতিনিধি :

ঈদের ছুটিসহ বিভিন্ন সময়ে পর্যটক এবং প্রকৃতিপ্রেমীদের সমাগম হয় সিলেটের শহরতলি এলাকার চা বাগানগুলোতে। এ সুযোগকে কাজে লাগিয়ে গত কয়েক বছর ধরে বাগানের চা শ্রমিকরা মেতে উঠেছেন চাঁদাবাজিতে।

চা বাগানে ঘুরতে আসা মানুষের কাছ থেকে শ্রমিকরা জোর করে আদায় করে নিচ্ছে টাকা। তাদের চাহিদামতো টাকা না দিলে পর্যটক এবং প্রকৃতিপ্রেমীরা চা শ্রমিকদের হাতে হচ্ছেন লাঞ্ছিত। এ অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে চা বাগান ঘুরতে আসা মানুষজন হচ্ছেন হয়রানির শিকার।

জানা যায়, সিলেট নগরীর পার্শ্ববর্তী মালনীছড়া ও লাক্কাতুড়া চা বাগানে বেড়াতে যাওয়া পর্যটকরা প্রতিদিনই হয়রানির শিকার হচ্ছেন। বাগানের ভেতর প্রবেশে চাঁদা দাবি করছেন শ্রমিকরা। পর্যটকদের কাছে জনপ্রতি ১২০ টাকা পর্যন্ত চাঁদা দাবি করেন শ্রমিকরা। চাঁদা না দিলে ঢুকতে দেয়া হয় না পর্যটকদের। এ নিয়ে কথা বলতে গেলে পর্যটকরা দুর্ব্যবহার ও হামলার শিকার হচ্ছেন।

ঈদের ছুটিতে প্রতিদিন সিলেট নগরীর পার্শ্ববর্তী চা বাগানগুলোতে প্রচুর সংখ্যক পর্যটক সমাগম হয়। বিশেষ করে বিকেলে পর্যটকদের ঢল নামে চা বাগানগুলোতে। কিন্তু বাগানে প্রবেশ নিয়ে প্রায় প্রতিদিনই পর্যটকদের সাথে চা শ্রমিকদের অনাকাঙ্খিত ঘটনা ঘটতে দেখা গেছে। এমন ঘটনা ঘটে শনিবারও (৭ মে)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মালনীছড়া বাগানে বেড়াতে যান একদল পর্যটক। এসময় বাগানে প্রবেশের জন্য চাঁদা দাবি করেন চা শ্রমিকরা। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানান কয়েকজন পর্যটক। ফলে শ্রমিকরা উত্তেজিত হয়ে তাদের উপর হামলা চালান। পরে অন্যান্য পর্যটক ও কয়েকজন চা শ্রমিকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

চা বাগানে পর্যটক হয়রানি প্রসঙ্গে জানতে বিমানবন্দর থানার ওসি খান মো. মাঈনুল জাকিরকে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।

এ প্রসঙ্গে পর্যটন বিষয়ক সংগঠন বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বিডি ইনবাউন্ড) পরিচালক জহিরুল কবীর চৌধুরী শিরু বলেন, দেশের পর্যটন স্পটগুলোর পরিবেশ, নিরাপত্তা ও সেবার মানের উপর দেশের পর্যটনশিল্পের বিকাশ ও অর্থনৈতিক সম্ভাবনা অনেকাংশে নির্ভরশীল। সিলেটে এবার ঈদের ছুটিতে যেসব অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তাতে এখানকার পর্যটন খাতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এখনই এর প্রতিকার করা না গেলে আমাদেরকে বড় মাশুল গুনতে হবে।

শেয়ার