নীলফামারী জেলায় ৩৩টি ফিলিং ষ্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না পেট্রোল ও অকটেন। ফলে ভোগন্তিতে পড়েছেন পরিবহন ও মোটরসাইকেল চালকেরা। অনেকে পেট্রোলের অভাবে যেতে পারছেন না গন্তব্য স্থানে। মোটরসাইকেল সঙ্গে নিয়ে হেঁটে এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশনে গেলেও প্রতিকার মিলছে না।
আজ রবিবার শহরের রফিকুল চৌধুরী ফিলিং স্টেশন, রাজা ফিলিং স্টেশন, আমিনা ফিলিং স্টেশন, আলম ফিলিং স্টেশন, আইয়ুব ব্রাদার্স ফিলিং স্টেশন, সিয়াম এফ এস ফিলিং স্টেশন, ফৌজিয়া ফিলিং স্টেশনের মালিকরা জানান, মজুত শেষে নতুন করে সরবরাহ না পাওয়ায় এমন সংকট সৃষ্টি হয়েছে। অনেক ফিলিং স্টেশনগুলোতে মজুত কম থাকায় পেট্রোল ও অকটেন বিক্রি সীমিত করা হয়েছে।
এ সুযোগে খোলা বাজারের খুচরা বিক্রেতারা দ্বিগুন দামে পেট্রোল ও অকটেন বিক্রি করে মুনফা অর্জন করছে। জানা গেছে নীলফামারী সদর উপজেলা ১০টি, ডোমার উপজেলায় ৪টি, ডিমলা উপজেলা ৪টি, জলঢাকায় ৪টি, কিশোরঞ্জে ৬টি ও সৈয়দপুরে ৫টিসহ মোট ৩৩ টি ফিলিং স্টেশন রয়েছে। পেট্রোল ও অকটেন সরবরাহের ডিসপেনসার মেশিন পলিথিন ও কাপড়ে মোড়ানো দেখা গেছে। ওপারে লিখে দেওয়া হয়েছে পেট্রোল ও অকটেন শেষ। প্রায় ১ মাস ধরে পেট্রোল ও অকটেন পাওয়া যায়নি।
মোটরসাইকেল চালক নুছরাত বলেন, পাম্প মালিকদের দূর্নীতির কারণে আমাদের চালকদের এ ভোগান্তি। এর অন্য কোনো কারণ থাকতে পারে না। সরকার পেট্রোল আর ডিজেলে ভর্তুকি দেয়। কিন্তু আমরা সেই পেট্রোল অকটেন পাচ্ছি না। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি, সমস্যা যাতে দ্রুত নিরসন করা হয়। জীতেন্দ্র নামে আরেক মোটরসাইকেল চালক বলেন, পেট্রোল না পাওয়ায় আমরা চরম দুর্ভোগে আছি। একমাস থেকে আবার অকটেন পাওয়া যাচ্ছে না। এটি পাম্প মালিকদের সিন্ডিকেট নাকি ডিপোতে সরবরাহ নেই বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখা দরকার।
রফিকুল চেীধুরী ফিলিং স্টেশনের ম্যানেজার শাহ আলম বলেন, আমরা ১ মাস থেকে পেট্রোল দিতে পারছি না। ডিপোতে গাড়ি পাঠিয়েছি কিন্তু তারাও সরবরাহ দিতে পারছেন না। রাজা ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, আমরা পার্বতীপুর, বাঘাবাড়ীসহ যেসব ডিপো থেকে তেল নিই সেসব জায়গায় যোগাযোগ করেছি। তারা বলেছেন, তাদের কাছেও তেল নেই। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।