Top

মানুষের ত্রিমুখী চাপে চাঁদপুর শহরে তীব্র যানজট

০৮ মে, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
মানুষের ত্রিমুখী চাপে চাঁদপুর শহরে তীব্র যানজট
আশিক বিন রহিম, চাঁদপুর :

পরিবারের সাথে ঈদ-আনন্দ উপভোগ শেষে এবার কর্মস্থলে যাবার পালা। চাঁদপুরে ঈদের ছুটি কাটাতে আসা কর্মজীবী মানুষরা তাই নৌ-পথ, রেলপথ এবং সড়ক পথে ছুটছেন যার যার কর্মস্থলে। চাঁদপুর লঞ্চ ঘাট, বাসস্টেশন এবং রেলস্টেশনে বেড়েছে ঢাকামুখী যাত্রীদের চাপ।

করোনার ধকল কাটিয়ে গেল দুই বছর পর আবারো মানুষের ত্রিমুখী চাপ সামাল দিতে হচ্ছে ঈলিশের বাড়ি খ্যাত প্রাচীন শহর চাঁদপুর। নিরাপদে ও আরামদায়ক ভাবে ঢাকাসহ কর্মস্থলের জেলাগুলোতে ফিরতে ছুটি শেষ হওয়ার একদিন আগেই জীবিকার তাগিদে রওনা হয়েছেন অনেকে। যার ফলে চাঁদপুর শহরে দেখা দিয়েছে তীব্র যানজট। শহরের বাসস্টেশন, মিশন রোড় মোড়, ছায়াবানি মোড়, চিত্রলেখা মোড় এবং শপথ চত্ত্বর মোড়ে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। দীর্ঘ সময় যানজটে আটকে থাকা শহরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

৮ মে রোববার চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, কর্মস্থলে ফেরা যাত্রীদের উপচেয়ে পড়া ভিড়। যাত্রীদের চাপ বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত সময়ের আগেই কিছু কিছু লঞ্চ ঘাট থেকে ছেড়ে যায়। বিআইডব্লিউটিএ বলছে, যাত্রী নিরাপত্তা এবং অতিরিক্ত যাত্রী বহন রোধে সজাগ রয়েছে তারা।

যাত্রীরা জায়, নিরাপদ ও আরামদায়ক হওয়ায় চাঁদপুরসহ আশপাশের জেলার মানুষ চাঁদপুর নৌ-রুটে চলাচল করছেন। তবে বরাবরের মতো এবারো লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ করেছেন যাত্রীরা। বেশ ক’জন যাত্রী জানান, অতিরিক্ত যাত্রী বহনে বিধি-নিষেধ থাকলেও কোন কোন লঞ্চে সেটি মানা হচ্ছে না। তবে এ ক্ষেত্রে যাত্রীদের অসচেতনতার কথাও স্বীকার করে নেন তারা।

লঞ্চ মালিক প্রতিনিধিদের সাথে কথা হলে তারা জানান, যাত্রী নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক আছেন তারা। যাত্রীদের নিরাপত্তায় লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে।
কোন লঞ্চেই যাতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী না নেওয়া হয় সে জন্য বিশেষ তদারকি করা হচ্ছে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, যাত্রী চাপ বাড়ায় শুক্রবার সকাল থেকে দুপুর ৪টা পর্যন্ত ১৮ টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়াও ঢাকা থেকে ১২ টি লঞ্চ চাঁদপুর লঞ্চ ঘাটে এসে পৌঁছেছে।

শেয়ার