Top
সর্বশেষ

শেরপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী পালিত

০৯ মে, ২০২২ ২:৩৯ অপরাহ্ণ
শেরপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী পালিত
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ মে রবিবার রাতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

এসময় বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক ড. সুদাময় দাস, বাউল গবেষক আবেদেল মান্নান, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মুহিত কুমার দে প্রমূখ।

আলোচনা সভা শেষে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে পৃথক ৩ টি গ্রুপে কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ী ৯ জনকে জেলা প্রশাসক অতিথিদের নিয়ে পুরস্কার বিতরণ করেন। এর আগে আলোচনা সভার ফাঁকে ফাঁকে একক, দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়।

এসময় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

শেয়ার