Top
সর্বশেষ

জনপ্রতিনিধিদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

০৯ মে, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
জনপ্রতিনিধিদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
সিলেট প্রতিনিধি :

বিয়ানীবাজার উপজেলার সকল জনপ্রতিনিধিগণের উপস্থিতিতে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌরশহরের একটি কনভেনশন সেন্টারে সিলেট জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য মো. নজরুল হোসেন এর উদ্যোগে অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

এ সময় বক্তারা জেলা পরিষদের দ্রুত নির্বাচনের দাবী জানিয়ে উন্নয়নের স্বার্থে পুণরায় নজরুল হোসেনকে সদস্য নির্বাচনের আহবান জানান।

এতে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. আব্দুস শুকুর, চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, চেয়ারম্যান জহুর উদ্দিন, চেয়ারম্যান জালাল উদ্দিন, চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, চেয়ারম্যান আমান উদ্দিন, চেয়ারম্যান মাহবুবুর রহমান, চেয়ারম্যান আব্দুল মন্নান, চেয়ারম্যান ফরিদ আহমদ, চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল ও পৌরসভার কাউন্সিলার এমাদ আহমদ।

 

শেয়ার