Top
সর্বশেষ

হাসপাতালের পাইপ ভেঙে নবজাতক উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি

১০ মে, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
হাসপাতালের পাইপ ভেঙে নবজাতক উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি
বরিশাল প্রতিনিধি :

ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতালের প্রসূ‌তি ওয়ার্ডে টয়লেটে‌র পাইপ ভেঙে নবজাতক উদ্ধারের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ মে) সকাল থেকে ঐ ৩ সদস্যের কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে বলে জানায় হাসপাতাল পরিচালক। কমিটির সদস্যরা হলেন, হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ‌্যাপক মু‌জিবুর রহমান তালুকদার‌ সভাপতি, উপ-পরিচালক জাহাঙ্গীর আলম‌ সদস‌্য ও সহকা‌রী প‌রিচালক এস এম মনিরুজ্জামান‌ সদস‌্য স‌চিব।

হাসপাতা‌ল প‌রিচালক ডা. এইচ এম সাইফুল ইস‌লাম বলেন, হাসপাতালের টয়লেটে ভূমিষ্ঠ হওয়া কোনো শিশু কী করে পাইপের ভেতরে গেল এবং কী করে নবজাতককে জীবন্ত উদ্ধার করা সম্ভব হলো তা জানতে তিন সদস্যের ক‌মি‌টি গঠন করা হয়েছে।

পরিচালক বলেন, রোববার তদন্ত কমিটি গঠন করা হলেও আজ মঙ্গলবার থেকে তারা তাদের কার্যক্রম শুরু করেছে। এছাড়া তিন কার্যদিবসের মধ্যে ক‌মি‌টিকে সরেজমিনে তদন্তপূর্বক ১১ মে’র মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত ক‌মি‌টির প্রধান অধ‌্যাপক মু‌জিবুর রহমান তালুকদার বলেন, তদন্ত কমিটির চিঠি পাওয়ার পরপরই কাজ শুরু করা হয়েছে। নবজাতক ও তার মা দুজ‌ন সুস্থ রয়েছে। বাচ্চার অ‌ক্সিজেন স‌্যাচুরেশন ৯৭ রয়েছে। আশা কর‌ছি, দু-এক দিনের মধ্যে তাদের হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে।

উল্লেখ্য, অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই নবজাতক পিরোজপুরের স্বরূপকাঠীর শিল্পী বেগম (২৭) ও মো. নেয়ামত উল্লাহ দম্পত্তির দ্বিতীয় কন্যা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিল্পীকে গত শনিবার ৭ মে সকালে শের-ই বাংলা মেডিকেলের তৃতীয় তলার প্রসূতি ওয়ার্ডে ভর্তি করানো হয়। চিকিৎসক তাকে স্বাভাবিক প্রসবের পাশাপাশি সিজারিয়ান অপারেশনের জন্যও প্রস্তুত থাকার পরামর্শ দেন।

চিকিৎসকের ব্যবস্থাপপত্র অনুযায়ী ওইদিন বিকাল ৩টার দিকে বাইরে ওষুধ আনতে যান তার স্বামী। এর আগে শিল্পীর শরীরে প্রসব বেদনার একটি ইনজেকশন পুশ করেন সেবিকারা। এরপর তাকে বেডে শুয়ে বিশ্রাম করতে বলেন তারা।

প্রত্যক্ষদর্শী রোগীর স্বজন আলেয়া বেগম জানান, শিল্পী বেগম টয়লেটে যাওয়ায় কথা বারবার সেবিকাদের জানিয়েছেন। সেবিকারা তাকে বেডে শুয়ে থাকতে বলেন। এরপরও চাপ সামলাতে না পেরে প্রাকৃতিক ডাকে সারা দিতে টয়লেটে যান শিল্পী। সেখানে টয়লেটের অপরিচ্ছন্ন নোংরা প্যানে সন্তান প্রসব হয় শিল্পীর। প্রথমে বিষয়টি না বুঝতে পাড়লেও প্যানের মধ্যে কান্না শুনে শিল্পী চেয়ে দেখেন মুহূর্তের মধ্যে নবজাতক প্যানের ভেতর থেকে পাইপের মধ্যে ঢুকে গেছে। তখন তিনি ডাক চিৎকার দিলে তার স্বামীসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারেন।

শিল্পীর স্বামী নেয়ামত উল্লাহ জানান, তাৎক্ষণিকভাবে বিষয়টি ওয়ার্ডের ডাক্তারদের জানালেও তারা কোনো ভ্রক্ষেপ করেননি। পরে তিনি দ্বিতীয় তলায় গিয়ে অন্য রোগীর স্বজনদের সহায়তায় হাতুড়ি ও ছেনি দিয়ে ওই টয়লেটের পাইপ ভেঙে দেখেন নবজাতক কান্না করছে এবং তার হাত পা ছোটাছুটি করছে। টয়লেটের প্যানে পড়ে যাওয়ার পর তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নবজাতক ওয়ার্ডের চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। নবজাতক শিশুটি এখন সুস্থ আছে।

শেয়ার