Top
সর্বশেষ

শেরপুরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

১০ মে, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
শেরপুরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে ছবিতন নেছা (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার নন্নী ইউনিয়নের বাইগর পাড়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।১০মে মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটে।

নন্নী ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী জানান, নিহত ছবিতন নেছা দীর্ঘদিন যাবত মানসিক রোগী ও ভারসাম্যহীন ছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসাও নিচ্ছিলেন তিনি। মঙ্গলবার মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ বাড়ির রান্না ঘরের আড়ার সাথে ফাঁসিতে আত্মহত্যা করেন। পরে স্বজনরা খোঁজ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, নিহত ছবিতনের লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে ওসি জানান।

শেয়ার