Top
সর্বশেষ

কুড়িগ্রামে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

১০ মে, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান মুন্না স্টোরকে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজারে অবস্থিত বসুন্ধরা কোম্পনীর তেলের ডিলার মুন্না স্টোরের স্বত্বাধিকারী জহুরুল হক ধার্যকৃত ১৬০ টাকা দরের ৪৮ লিটার সয়াবিন তেল খুচরা বিক্রেতাদের কাছে ১৮০ টাকা অধিক মূল্যে বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক, কচাকাটা থানার সাব ইন্সপেক্টর আব্দুর রবসহ পুলিশের একটি টিম। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার