Top

নড়াইলের দুর্নীতিগ্রস্থ পৌর মেয়রকে তদন্ত সাপেক্ষে অপসারণের দাবি

১১ মে, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ
নড়াইলের দুর্নীতিগ্রস্থ পৌর মেয়রকে তদন্ত সাপেক্ষে অপসারণের দাবি
নড়াইল প্রতিনিধি :
নড়াইলে  দুর্নীতিগ্রস্থ পৌর মেয়রকে অতিদ্রুত তদন্ত সাপেক্ষে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নড়াইল পৌরসভার সর্বস্তরের জনগনের ব্যানারে মঙ্গলবার (১০মে) বিকেলে শহরের সুলতান মঞ্চচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাসটার্মিনালে এসে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ, যুবলীগ নেতা এস এম ফয়সাল সাদি, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম বাপ্পি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন বিশ্বাস রাজু, সন্দিপ মজুমদার, সজল আহম্মেদ শ্রাবন, সাজ্জাদ হোসেন ববি, জেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক আল-আমিন মোল্যা প্রমূখ।
এসময় বক্তরা অভিযোগ করে বলেন, ইজিবাইক থেকে আদায়কৃত ১৭ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে ৬ লক্ষ টাকা জমা দিয়ে বাকি ১১ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন পৌরমেয়র। এছাড়া বিভিন্ন সময়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারির নামে মিথ্যা ভাউচার দেখিয়ে বিভিন্ন সময়ে ৩ কোটি ৩৫ লক্ষ ৩ হাজার ৬’শ ৭৭ টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ করেন বক্তরা। এসময় পৌর মেয়রের দুর্নীতির একটি ফিরিস্তি তুলে ধরেন আয়োজকরা।
তবে পৌর মেয়র আঞ্জুমান আরা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মেয়রের দায়িত্ব গ্রহন করেছি এক বছর পার হয়েছে। এখন পর্যন্তু কোন প্রকল্প আসেনি, পূর্বের মেয়রের দেয়া টেন্ডারের কাজ করা হয়েছে মাত্র। এখানে অর্থ আত্মসাতের প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা নিজেদের অপরাধ ঢাকতেই আমার বিরুদ্ধে কাল্পনিক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল শহরের পুরাতন বাসটার্মিনালে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌরসভার ১৪২৯ সালের হাট-বাজার, টার্মিনাল ইজারা সংক্রান্ত সভা চলছিল। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধনসহ ৮/১০ জন মেয়রের কার্যালয়ে অগ্নেয়স্ত্রসহ প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় চাঁদার দাবিতে মেয়রকে হত্যাসহ পৌরসভায় প্রবেশ করতে না দেয়ার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় তাৎক্ষনিক পৌর পরিষদ জরুরী সভায় ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ ঘটনায় উচ্ছাস, শাওন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধনসহ অজ্ঞাত ৮/১০ জনকে দায়িকরে ওই রাতেই মেয়র বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
শেয়ার