Top

কৃষ্ণচূড়া-জারুল-সোনালুতে সেজেছে বরিশালের পথঘাট

১১ মে, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
কৃষ্ণচূড়া-জারুল-সোনালুতে সেজেছে বরিশালের পথঘাট
বরিশাল প্রতিনিধি :

কৃষ্ণচূড়া জারুল ও সোনালু ফুলের নয়নাভিরাম সৌন্দর্যে সেজেছে বরিশালের অলিগলি থেকে শুরু করে পথঘাট সর্বত্র। যেদিকেই চোখ যায় দেখা মিলবে কৃষ্ণচূড়া জারুল ও সোনালু ফুলের সমাহার।

মঙ্গলবার (১০ ম) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কৃষ্ণচূড়া জারুল ও সোনালু ফুলে ছেয়ে গেছে পুরো বরিশাল।

নদী পথে বরিশালের প্রবেশদ্বার লঞ্চ ঘাট এলাকায় বিশাল এরিয়া জুরে রয়েছে কৃষ্ণচূড়া গাছে দীর্ঘ সারি। প্রতিটি গাছই ছেয়ে গেছে কৃষ্ণচূড়া ফুলে। দুর থেকে দেখে যে কেউ ভাববে হয়ত আগুন লেগেছে লঞ্চ ঘাট এলাকায়। কিন্তু কাছে গেলেই দেখা মেলে আগুন লাগা সৌন্দর্যের।

একই সৌন্দর্য্যের দেখা মিলে বরিশালের ভ্রমণ পিপাসুদের তীর্থ স্থান বান্দ রোড সংলগ্ন নগরীর বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) গেলে। সেখানে সোলানু ফুলের সোনালী আভায় ছেয়ে গেছে পুরো বেলস পার্কের লেকের চারি পাশ। তার মাঝে মাঝে থাকা জারুল ফুলের সারি বহুগুণে বাড়িয়ে বেলস পার্কের সৌন্দর্যকে।

পরিবার নিয়ে বেলস পার্ক ঘুরতে আসা স্কুল শিক্ষিকা সানজিদা রোজ বলেন, আসলে এখানে ঘুরে দেখার মত কিছুই নেই। শুধু সুবিশাল একটি মাঠ তার চারপাশে ওয়াকওয়ে। অনেক আগে এসে গেছি। তেমন একটা আসা হয় না। তবে এখন এসেছি শুধু কৃষ্ণচূড়া জারুল ও সোনালু ফুলের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে আর ছবি তুলতে।

বেলস পার্ক ঘুরতে এসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইতি বলেন, বরিশালের অনেক জায়গায় কৃষ্ণচূড়া জারুল ও সোনালু ফুল ফুটতে দেখেছি। তবে এই বেলস পার্ক ও লঞ্চ ঘাট এলাকায় একসাথে সারি সারি অনেক বেশি গাছ থাকায় সেখানের সৌন্দর্য অনেকটা মুগ্ধ করে সবাইকে।

এ শিক্ষার্থী আরও বলেন, কৃষ্ণচূড়া জারুল ও সোনালু ফুলের চোখ জুড়ানো সৌন্দর্যে ছেয়ে গেছে তাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাস।

কবি ও লেখক সৈয়দ মেহেদী হাসান বলেন, প্রকৃতি মেলে ধরেছে তার আপন রঙ। বরিশাল শহরের প্রতিটি রাস্তার অলিগলিতে দেখা মেলে কৃষ্ণচূড়া জারুল ও সোনালুর। প্রকৃতির এমন সৌন্দর্য দেখে অনায়াসে যে কেউ প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হবে।

মেহেদী হাসান আরও বলেন, এজন্যই কৃষ্ণচূড়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভোলাতে আসি গন্ধে ও বর্ণে। ইট-পাথর আর কোলাহলের নগরীতে যেন সব ক্লান্তি ভুলিয়ে দিতেই ফোটে কৃষ্ণচূড়া। তার রঙ যেন সতেজ করে দেয় পথিকের মন।

শেয়ার