Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

নোয়াখালীর কবিরহাটে ফুটবল মাঠে যুবকের মৃত্যু

১১ মে, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ
নোয়াখালীর কবিরহাটে ফুটবল মাঠে যুবকের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে ফুটবল খেলার সময় বুকে ব্যাথা উঠে মো. ফয়সাল হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা ফুটবল খেলা অবস্থায় হৃদক্রিয়া (স্টোক) বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মে) সন্ধ্যায় অচেতন অবস্থায় উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ফয়সাল হোসেন নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের ননা মিয়া বেপারী বাড়ির আবুল কালাম কালা মিয়ার ছেলে। দুই ভাই ও তিন বোনের মধ্যে ফয়সাল ছিল দ্বিতীয়।

পরিবারের বরাত দিয়ে নিহতের স্বজন ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন মাসুদ জানান, বিকেলে স্থানীয়দের উদ্দ্যোগে নূর সোনাপুরের একটি মাঠে বিবাহিত বনাম অবিবাহিত একাদশের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। ফয়সাল অবিবাহিত একাদশের হয়ে মাঠে নামে। খেলার শেষ পর্যায়ে মাঝ মাঠে হঠাৎ করে বুকে হাত দিয়ে বসে পড়ে ফয়সাল। এর কিছুক্ষণের মধ্যে সে অচেতন হয়ে পড়লে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ফয়সাল আগ থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন। খেলা চলা অবস্থায় সে স্টোক করে মারা গেছে বলে স্থানীয়রা বলছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমাদের কেউ জানায়নি। খবর নিয়ে বিস্তারিত জানা যাবে।

শেয়ার