Top
সর্বশেষ

ফরিদপুরে বাজারের আটটি দোকান পুড়ে ছাই

১৩ জানুয়ারি, ২০২১ ৬:২৮ অপরাহ্ণ
ফরিদপুরে বাজারের আটটি দোকান পুড়ে ছাই

ফরিদপুরের সদরপুর উপজেলার বাজারে আগুন লেগে আটটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে।

সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জানান, সদরপুর ও ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। থানা পুলিশের সহযোগিতায় তারা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তৌহিদ জানান, বাজারের একটি প্রসাধন সামগ্রীর দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গফফার ক্লোথ স্টোর, বর্নিক কসমেটিক্সসহ সাতটি দোকানে ও পার্শ্ববর্তী টিপু সুলতান মার্কেটের বাঁধন ফ্যাশন হাউজে ছড়িয়ে পড়ে। এসব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল বলেন, আগুন নেভাতে গিয়ে স্থানীয় সাংবাদিক মোশাররফ হোসেন পারভেজসহ পাঁচ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতি হওয়া দোকান মালিকদের সহায়তা করা হবে।

শেয়ার