Top

নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালন

১২ মে, ২০২২ ৫:২০ অপরাহ্ণ
নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালন
নড়াইল জেলা প্রতিনিধি :
নড়াইলে ২০২ তম আন্তর্জাতিক নার্স দিবস পালন।  দীর্ঘ ২ বছর পর করোনা যুদ্ধ কাটিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করলেন নড়াইলের নার্সরা।
আজ (১২ মে) বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতাল, নড়াইলের নার্সদের আয়োজনে বর্ণাঢ্য  র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি অনুষ্ঠিত হয়। নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর পরে নড়াইল সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
নার্সিং সুপার ভাইজার ননী বালা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রেমানন্দ মন্ডল,  নড়াইল সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আসাদুজ্জামান মুন্সি, স্বাধীনতা নার্সেস পরিষদ, নড়াইল জেলা কমিটির সভাপতি বিউটি পারভিন, সাধারণ সম্পাদক হেনা পারভিন, সিনিয়র ষ্টাফ নার্স সুমি আকতার, রোমানা আফরোজ , নার্স মজিদা খানম, সুপ্রিয়া, শাহিনুর বেগম প্রমূখ।
এছাড়াও এসময়ে হাসপাতালের সিনিয়র-জুনিয়র নার্সসহ সকল কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।
শেয়ার