চাঁপাইনবাবগঞ্জে আগের দামে কেনা সয়াবিন তেল গোডাউনে মজুত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এক ব্যবসায়ীকে। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট এলাকার মেসার্স কাজল স্টোরের মালিকে এই জরিমানা করা হয়। এসময় মেসার্স কাজল স্টোরের গোডাউন থেকে ৪ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উসমান গণি। মুঠোফোনে তিনি বলেন, মেসার্স কাজল স্টোরের গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা হয়। এসময় গোডাউনটি থেকে পাঁচ ও এক লিটারের ৪ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। মেসার্স কাজল স্টোরের স্বত্বাধিকারী কাজলকে তেল মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উসমান গণি আরও জানান, গোডাউনে থাকা ৪ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল তাৎক্ষনিক বাজারজাত করার নির্দেশ দেয়া হয়েছে। তবে সেগুলো যেহেতু আগের দামে কেনা, তাই আগের দামেই বিক্রি করতে হবে। পরে দোকানে লাইন ধরে আগের দামেই সয়াবিন তেল কিনে নেন ক্রেতারা।