Top
সর্বশেষ

অভয়নগরে গুলিতে ব্যবসায়ী নিহত, আহত স্ত্রী

১৩ মে, ২০২২ ১২:১৩ অপরাহ্ণ
অভয়নগরে গুলিতে ব্যবসায়ী নিহত,  আহত স্ত্রী
নওয়াপাড়া(যশোর) প্রতিনিধি :
বৃহষ্পতিবার (১২ মে ) রাত আটটার সময অভয়নগরের দত্তগাতী গ্রাম থেকে রকিবুল খন্দকার (৪০) পাওনা টাকা নিয়ে  সা্স্ত্রীক মটর সাইকেলযোগে  বাড়ী ফেরার পথে উক্ত গ্রামের স্কুলের  অদূরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। তার স্ত্রী পিয়ারী বেগম(২৭) আহত হন।
আহত দম্পতিকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৯ টার দিকে  রকিবুলের মৃত্যু হয়। নিহত রকিবুল ফুলতলা বণিক সমিতির ক্রীড়া সম্পাদক ও ফুলতলার মাহাবুব খন্দকারের পুত্র। আহত স্তীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার ও যশোরের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক মো. রকিবুল ইসলাম রাতে মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া সেতুর ওপর পৌঁছালে দুজন যুবক তাদের ডাক দেন। ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই তাকে লক্ষ্য করে দুটি গুলি করেন তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার