Top

নওগাঁয় বজ্রপাতে দুই ধান কাটা শ্রমিক নিহত

১৩ মে, ২০২২ ১২:৫০ অপরাহ্ণ
নওগাঁয় বজ্রপাতে দুই ধান কাটা শ্রমিক নিহত
মামুনুর রশীদ বাবু. নওগাঁ :

নওগাঁর পোরশা উপজেলার ইসলামপুর ও পশ্চিম রঘুনাথপুর মাঠে ধান কাটার সময় সায়েম আলী (৪০) ও নুর মোহাম্মদ নুহ (৫৫) নামের দুই জন ধান কাটা শ্রমিক নিহত হয়েছে এবং বৃষ্টির সময় মাঠে ছাগল আনতে গিয়ে জাহানারা বেগম (৫০) নামের এক গৃহবধু মারাত্মক আহত হয়েছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল হক জানান, আজ শুক্রবার সকাল ১০ টার দিকে পোরশা উপজেলায় মোষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। এ সময় ইসলামপুর ও পশ্চিম রঘুনাথপুর মাঠে ধান কাটছিলো শ্রমিকরা। মোষলধারে বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে বজ্রপাতে ঘটনাস্থলে সায়েম আলী (৪০) ও নুর মোহাম্মদ নুহ (৫৫) নামের দুই জন ধান কাটা শ্রমিক নিহত হয়। পরে তাদের অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে পোরশা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। এদিকে, মোষলধারে বৃষ্টির মধ্যে নিতপুর বাঙ্গালপাড়া গ্রামের জাহানারা বেগম (৫০) মাঠে বেধে রাখা ছাগল আনতে গেলে তার বজ্রপাত সেও মারাত্মক আহত হয়। তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে চিকিৎসাধীন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল হক জানান, নিহতদের ধানকাটা শ্রমিকদের বাড়ী পোরশা উপজেলার পশ্চিম দুয়ারপাল গ্রামে এবং পশ্চিম রঘুনাথপুর গ্রামে হওয়ায় মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, পোরশা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হামিদ রেজা জানান, প্রাকৃতিক দূর্যোগে নিহত, আহত বা ক্ষতিগ্রহস্থদের পরিবারকে তাৎক্ষনিক ভাবে সরকারী ভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়। আজ শুক্রবার সকালে বজ্রপাতে নিহত দুই জন ও আহত এক জনের পরিবারকে দুযোগ ও ত্রান মন্ত্রনালয়ের পক্ষ আজ বেলা ১২ টার দিকে নিহত ও আহতদের পরিবার কে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

শেয়ার