চাঁদপুরের পদ্মা-মেঘনায় ভরা মৌসুমেও দেখা মিলছে না কাঙ্খিত ইলিশের। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আশায় বুক বেঁধে জাল-নৌকা নিয়ে নদীতে নামলেও শূণ্য হাতে হতাশা নিয়ে ফিরছে জেলেরা। এরফলে দুই মাসের ধারদেনা এবং ঋণের বোঝা মাথায় নিয়ে হাহাকার করছে জেলার নিবন্ধিত প্রায় অর্ধলক্ষ জেলে পরিবার।
অপরদিকে চাহিদা অনুযায়ী আমদানি না থাকায় চাঁদপুর বড় স্টেশন মাছঘাটেও নেই কোনা প্রাণচাঞ্চলতা। এতে দেশের অন্যতম বৃহৎ এই ইলিশ-আড়তের দেড় সহস্রাধিক শ্রমিক অনেকটা অলস সময় কাটাচ্ছে। স্বল্পসংখ্যক ইলিশ আমদানি হলেও দাম অনেক বেশি। অথচ বিগত বছরের এই সময়ে অনেকটাই সরগরম ছিল চাঁদপুর মাছঘাট। এ বছর সেই আড়তেই চলছে সুনসান নিরবতা।
চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে গিয়ে একাধিক শ্রমিকের সাথে আলাপকালে তারা জানায়, সারাদিন ঘাটে বসে অপেক্ষায় থাকি। যে পরিমাণ মাছ আসে তা বহন করে যা পাই, তা দিয়ে পকেট খরচও হয় না। অন্য কাজ না থাকায় তারপরও ঘাটে বসে থাকি।
মাছঘাটের আড়তদাররা জানান, বর্তমানে প্রতিদিন ১০ থেকে ১৫ মণ ইলিশ ঘাটে আসছে। অথচ অন্য সময় এই ভরা মৌসুমে যা ছিলো শত শত মণ। আমদানি কম থাকায় বর্তমানে এক কেজি সাইজের ইলিশ প্রতিকেজি দুই থেকে আড়াই হাজার টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়াও ৭-৮শ গ্রামের ইলিশ প্রতিকেজি ১ হাজার ৮০০ টাকা ও ৫-৬শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪শ টাকায়।
চাঁদপুর মৎস্য ও বণিক সমিতির সভাপতি মানিক জমাদার বলেন, বিগত বছর নিষেধাজ্ঞার পরে যা মাছ এসছে তাতে ঘাট সরগরম ছিল। কিন্তু এ বছর জেলেদের জালে ভাল মাছ ধরা পরছে না তাই ঘাটেও মাছ কম। পদ্মা-মেঘনায় ইলিশ নেই, তবে আশা করছি আগামী জুন-জুলাই মাস থেকে জেলেরা ইলিশ পাবে। তখন আমদানিও বাড়বে।
কান্ট্রি ফিসিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক বলেন, দুই মাসের নিষেধাজ্ঞার সময়ে অনেক জেলে ঋন নিয়ে নৌকা মেরামত ও নতুন করে জাল বুনেছে। পদ্মা মেঘনায় প্রতিদিন জেলেরা চষে বেড়াচ্ছে কিন্তু দিনশেষে হতাশ হয়ে নদী থেকে ফিরতে হচ্ছে। এভাবে মাছ না পেলে ঋনগ্রস্থ জেলে ও নৌকার মালিকদের পথে বসতে হবে।
অপরদিকে মেঘনা নদীর তীরবর্তী হরিণা, বহরিয়া, লক্ষ্মীপুর ও আনন্দবাজার এলাকায় ঘুরে দেখা যায়, দলবদ্ধভাবে নদীতে ইলিশ ধরতে যেয়েও খালি হাতে ফিরছেন জেলেরা। আর যে পরিমাণ মাছ পাচ্ছেন তা দিয়ে তাদের নৌকায় জ্বালানি খরচও উঠছে না। ফলে দৈনন্দিন সাংসারিক খরচ মেটাতে গিয়ে নতুন করে দেনাগ্রস্ত হয়ে পড়ছেন বলে জানান অনেক জেলেরা ।
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার জেলে রতমউল্লা গাজী, বাচ্চু মিয়া ও ফারুক দেওয়ান জানায়, নিষেধাজ্ঞা পর ভেবেছি মাছ পাব, গত দুই মাস যে কষ্টে ছিলাম মাছ পেলে হয়তো কষ্টটা কষ্ট মনে হতো না। কিন্তু যে পরিমাণ ইলিশ মাছ পাই তা একেবারেই সামান্য। এ দিয়ে তাে নৌকার তেলের খরচ ওঠে না। আর সংসার চলে কি করে।
উল্লেখ : ইলিশের প্রজনন বৃদ্ধিতে মার্চ-এপ্রিল ২মাস পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলােমিটার এলাকায় সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ছিলো। গত ৩০ মার্চ সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর পহেলা এপ্রিল থেকে বহু আশা নিয়ে নদীতে নামে চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে।