Top
সর্বশেষ

শাল্লায় পোনামাছ নিধনের মহোৎসব

১৩ মে, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
শাল্লায় পোনামাছ নিধনের মহোৎসব
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

আবহাওয়া পরিবর্তনে বৃষ্টির হওয়ায় পানি বৃদ্ধির সাথে ডোবা-পুকুর, খাল-বিল, নদী-নালায় ব্যাপক হারে মাছের বংশবিস্তার হচ্ছে। এগুলো কিছু দিনের মধ্যেই পোনা থেকে বড় আকারের মাছ হবে। এরই মধ্যে এক শ্রেণির মৎস্য শিকারীরা টানাজাল, সুতারজাল ও বেড়জাল দিয়ে পোনা মাছ গুলোকে নিধন করছে।

তবে মৎস্যজীবীরা জানান, আমরা অত্যন্ত দরিদ্র মানুষ। এই মুহুর্তে অন্যকোন আয়ের সোর্স না থাকায় পোনামাছ গুলো ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছি।

উপজেলার জোয়ারিয়া, চাতল ও ছায়ার হাওর এলাকার বাসিন্দাদারা বলেন, খাল-বিলে বৃষ্টির পানি ঢুকার পর থেকেই মাছ মারার উৎসব চলছে। নদী থেকে ডোবা, খাল-বিলে পানি ঢুকার মুখেই টানাজাল, সুতারজাল ও বেড়জাল দিয়ে সব ধরনের পোনামাছ মারা হচ্ছে। সর্বদাই খুব সকাল থেকে রাত পর্যন্ত চলে মাছের পোনা মারার উপক্রম। এগুলো মেরে গ্রামের বাজারে কম দামে বিক্রি করে থাকে।

উপজেলার সদর ঘুঙ্গিঁয়ারগাঁও বাজার, শাশখাই বাজার, দাড়াঁইন বাজার আনন্দপুর বাজার ও দাউদপুর বাজারে মাছের পোনা ব্যাপকহারে বিক্রি হচ্ছে। তবে প্রশাসনের কোনো নজরদারি না থাকায় এক শ্রেনীর মৎস্যজীবিরা মাছের পোনা আহরণে ব্যস্ত হয়ে পড়ছে।

উপজেলার শাশখাই, আনন্দপুর বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক অনেক মানুষ জানান, মাছের পোনা ডেইলি বেচা-কেনা হয়। এই বাচ্চামাছ গুলো এখন বিক্রি বন্ধ না করলে পরবর্তীতে মারাত্মকভাবে মাছের সংকট দেখা দিব। এসব পোনামাছ বিক্রির বন্ধের জন্য প্রশাসনের ব্যবস্থা নেওয়া জরুরী প্রয়োজন।

তবে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০-এ বলা হয়েছে, নির্বিচারে পোনা মাছ ও প্রজননক্ষম মাছ নিধন মৎস্য সম্পদ বাড়ানোর ক্ষেত্রে বিরাট অন্তরায়। চাষের উদ্দেশ্য ব্যতীত কেউ প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর (আষাঢ় মাসের মাঝামাঝি থেকে পৌষ মাসের মাঝামাঝি) পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) নিচে থাকা বোয়াল, কাতলা, রুই, মৃগেল, কালবাউশ, ঘনিয়াসহ দেশি প্রজাতির মাছ নিধন করতে পারবে না। চাষের উদ্দেশ্যে মাছ ধরতেও জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর থেকে লাইসেন্স নিতে হবে। অন্যদিকে মাছ ধরার ক্ষেত্রে ৪ দশমিক ৫ সেন্টিমিটার বা তার চেয়ে কম ফাঁসবিশিষ্ট জাল ব্যবহার করা যাবে না। আইন অমান্য করলে ১ মাস হতে সর্বোচ্চ ১ বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।

এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের নাম্বারে বারংবার কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আবু তালেব বলেন, পোনামাছ নিধনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মৎস্য অফিসার মোস্তফা সাহেবকে বলা হয়েছে। কিছু মাছের পোনা জব্দও করা হয়েছে। আমি আপাতত রবিবার পর্যন্ত ছুটিতে আছি৷

শেয়ার