Top
সর্বশেষ

পরৈকোড়া ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন আজিজুল হক বাবুল

১৪ মে, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ
পরৈকোড়া ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন আজিজুল হক বাবুল
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার উপ-নির্বাচনে পরৈকোড়া ইউনিয়নের নৌকার মাঝি হলেন আজিজুল হক বাবুল।শুক্রবার রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

শুক্রবার রাতে নৌকার আজিজুল হক চৌধুরী বাবুল নৌকা চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত হলে তাকে ফুলেল শুভেচ্ছায় নেতাকর্মীরা বরণ করে নেয়, ফেসবুকে অভিনন্দন বার্তায় সিক্ত করছে।

জানা যায়, ৯ নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনজন
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন- এম.এ.সালাম, আজিজুল হক চৌধুরী বাবুল এবং এম.নুরুল হুদা চৌধুরী।

আগামী ১৫ জুন আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।১৭ মে পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

উল্লেখ,পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী আশরাফের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

 

শেয়ার