Top
সর্বশেষ

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২

১৪ মে, ২০২২ ৬:২০ অপরাহ্ণ
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

শোর-চুকনগর সড়কের কেশবপুরের ট্রাক টার্মিনালের পাশে শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতরা হলেন- যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার ইকবাল হোসেন (৪৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উড়াকান্দা এলাকার আফগান মোল্লা (৫৪)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর থেকে কেশবপুরের দিকে আসার পথিমধ্যে মধ্যকুল ট্রাক টার্মিনালের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ভবনে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী ওই দুই ব্যক্তি আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সড়ক দুর্ঘটনায় তাদের মাথায় ও মুখে রক্তাক্ত জখম হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার আনোয়ারুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই দুই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শেয়ার