Top

চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১৪ মে, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের সিনেমা হলপাড়ায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম মনি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বিএনপির সমাবেশে বিভিন্নভাবে বাঁধা সৃষ্টি করা হয়ে থাকে। এসব বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী মিথ্যা কথা ছাড়া সত্য কথা বলতে শেখেনি। দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

শেয়ার