Top
সর্বশেষ

পটুয়াখালীতে পুলিশের বাধায় পণ্ড বিএনপির বিক্ষোভ

১৪ মে, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
পটুয়াখালীতে পুলিশের বাধায় পণ্ড বিএনপির বিক্ষোভ
পটুয়াখালী প্রতিনিধি :

পুলিশের বাধা উপেক্ষা করে দেশব্যাপী হামলা, মামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

শনিবার (১৪ মে) সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি ও জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক খালেদ ইবনে সানি গাজী। এ সময় জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায়।

শেয়ার