কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সম্ভাব্য মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতকে তলব করেছেন রিটার্নিং কর্মকর্তা। রবিবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী তাকে তলব করেন।
সূত্রমতে, শনিবার সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি আওয়ামী লীগ মনোনীত সম্ভাব্য মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতকে নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এমপি বাহার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা ২৭ ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী দিবো।
সকলে ঐক্যবদ্ধ থাকলে আমরা মেয়র এবং ২৭ ওয়ার্ডে কাউন্সিলর উপহার দিতে পারবো। কুমিল্লার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সংগঠন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। চান্স না- পাশ হতে হবে। সভাটি আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ায় আরফানুল হক রিফাতকে তলব করা হয়।
এবিষয়ে বিএনপি নেতা সদ্য সাবেক মেয়র, সম্ভাব্য মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, লেভেল প্লেয়িং মাঠ তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা আশা করি নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিক ভাবে পালন করবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, বর্তমান প্রেক্ষাপটে মানুষ নির্বাচন কমিশন থেকে নিরপেক্ষ ভূমিকা রেখে দায়িত্ব পালনের বিষয়টি আশাও করেন না। কারণ নির্বাচন কমিশন সেই ভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি। শুধু কুমিল্লা নয় সারা দেশে একই অবস্থা।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জানান, তফসিল ঘোষণার পর এভাবে সভা করা আচরণবিধি লঙ্ঘন। আমরা প্রার্থী আরফানুল হক রিফাতকে ডেকেছি। তিনি আমাদের কার্যালয়ে এসে জানিয়েছেন এমনটি আর হবে না।
উল্লেখ্য, ১৭মে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। ১৫জুন নির্বাচন।