চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলা সদরের ডিঙ্গেদহে ভুয়া ডেন্টিসকে ভ্রাম্যমান আদালতে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বন্ধ করা হয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল রোববার দুপুরে জেলা সদরের ডিঙ্গেদহ বাজারের
বি এন রয় মেডিকেল এন্ড ডেন্টাল প্রাকটিস সেন্টারের কথিত চিকিৎসক লিনটন রয় বিডিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও ডাক্তার এবং ডেন্টিস্ট পদবি ব্যাবহার করছেন। এমন প্রতারণামুলক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তা সত্যতা পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়। এমনকি কোনো ডিপ্লোমা ডিগ্রি ও নেই। শুধুমাত্র এল এম এ সার্টিফিকেট ব্যাবহার করে রুট ক্যানেলও করতেন ওই অপচিকিৎসক। এটি স্পষ্টত প্রতারনা এবং আইনত অপরাধ। তাই মোবাইল কোর্টের মাধ্যমে ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। সকল তথ্য এবং যাবতীয় সহায়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া স্যার ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের এই অভিযান চলমান থাকবে বলে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম।